Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে কার্যক্রম

  এক নজরে শিশু পরিবার


ভূমিকা: - প্রতিষ্ঠানটি ১৯৭২ সনের জুলাই মাসের নারায়ণগঞ্জ জেলার পুরাতন বন্দর চৌধুরি বাড়িটি ভাড়া নিয়ে অনাথ দু:স্থ  মহিলাদের পূর্নবাসন কেন্দ্র নামে ১০০ জন নিবাসি নিয়ে প্রথম চালু হয় । ১৯৭৪ সনের দিকে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে কেয়ার প্রটেকশন সেন্টার নামে নামকরণ করা হয় । প্রতিষ্ঠার ১২ বছর পর ১৯৮৬ সনের মে মাসে ঢাকার আজিমপুরে সমাজসেবার অধিদফতরাধীন পরিচালিত ছোট মনি নিবাস ও ডে কেয়ার ভবন সরকারি শিশু সদন নামে স্থানান্তরিত করা হয় । প্রতিষ্ঠানের অনুমদিত মোট আসন সংখ্যা =১০০ জন । বর্তমান ভর্তি র্নিবাসির সংখ্যা =৯১ জন ।

 

শিশু পরিবারের বিভিন্ন তথ্যাবলি:-

১.জমি সংক্রান্ত তথ্যাবালি:-

            ক. সি.এল.এ.সি সভায় ৩ একর জমি অধিগ্রহনের প্রস্তাব অনুমোদন ।

            খ. কেন্দ্রিয় ভূমি কমিটির ৬৬ তম সভায় চূড়ান্ত ১.৮৪ একর জমি অধিগ্রহন করা হয় ।

                ২৮/০২/০৬ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সময় শিশু পরিবার জমি দখল ও স্থানান্তর করা হয় ।

দাগ সূচী: -

মৌজা-কেন্দুয়া জে এল নং- ১৩৭ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ।

ক্র:নং

আর.এস.খতিয়ান

আর.এস.দাগ

দাগে মোট জমির পরিমান

শ্রেণী

অধিগ্রহনের জন্য প্রস্তাবিত জমির পরিমান

৫৮০

১১৭৬(অংশ)

০.৩০একর

নাল

০.২৩৫০একর

৫৮০

১১৭৭(অংশ)

০.৬৯একর

নাল

০.৫৫৫০একর

৫০০

২২০৯(পূর্ণ)

০.৪৯একর

নাল

০.৪৯     একর

১৯

২২০৮(অংশ)

০.৬৫একর

নাল

০.০৭   একর

৫৯৬,২০৮

২২১৩(অংশ)

০.৬১একর

নাল

০.৪৯   একর

মোট জমির পরিমান =১.৮৪একর  

  ২.বরাদ্দ সংক্রান্ত তথ্য:-

গ. চালু সদন শিশু সদনকে শিশু পরিবার রূপান্তর প্রকল্পের পর্ব ২ শীষক প্রকল্পের আওতায় রূপগঞ্জ   সরকারি শিশু পরিবার স্থাপনে জমি অধিগ্রহন নিমিত্তে ১৩/০৮/২০০৫ইং তারিখে ভূমি মন্ত্রনালয় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি কমিটির ৬৬ তম সভায় ২.১৫ ক্রমিকের ‍সিদ্ধান্তে বর্নিত ১.৮৪ জমি অধিগ্রহন অনুমোদন সাপেক্ষে সমাজসেবা অধিদফতর এর সারক নং সসেঅদ / শা-খ ও গ -৭১০/২১৪/৯৭ তাং ১৩/০১/১৯৯৮ টাকা ২২,৫০,০০০/-এবং সারক নং সসেঅদ  /প্রতি : ৫২/৩৬৯৯/  ২০০৫ তারিখ ২১/০৬/২০০৫ যোগে ৭,২৭,২১৩/- টাকা ।স্মারক নং সসেঅদ /শিপ/প্রন-১১২৪/৪১৮৭ ০৬ তাং ১৯/০১/২০০৬ যোগে একাউন্ট পে – চেকের মাধ্যমে ৭,৭৩,১২০.৭০ টাকা বা সবর্মোট  ৩৭,৫০,৩৩৩.৭০ টাকা বরাদ্দ পাওয়া যায় 

 

৩.ভবন সংক্রান্ত তথ্য:-

            ঘ.প্রশাসনিক ভবন ১ টি (দোতলা ) ,শিশুদের বাসস্থান ১ টি (৫ম তলা) কর্মকর্তার বাসভবন ১টি (একতলা ) ,কর্মচারী বাসভবন ১ টি (দোতলা) ,প্রশিক্ষণ কেন্দ্র ১টি দোতলা ।

 

৪.কার্যক্রম শুরু সংক্রান্ত তথ্য:-

          ঙ.শিশু পরিবার টি কেন্দুয়া কাঞ্চন পৌরসভার এশিয়ান হাইওয়ে রোড সংলগ্নে অবস্থিত । ১লা মার্চ/০৬ ইং শিশু পরিবারের ভিত্তি স্থাপন করা হয়।

 

৫.কার্যক্রম সংক্রান্ত তথ্য:-

ছ. জুন/০৮ এ শিশু পরিবারের কার্যক্রম শুরু হয় ।

জ. নিবাসির সংখ্যা =১০০ জন ।