ভবিষ্যৎ পরিকল্পনা
সেবাদানে শুদ্ধাচার অনুশীলন নিশ্চিতকরণ, ইনোভেশনকে উৎসাহিত করা, সেবাগ্রহিতার পরিতৃপ্তির জন্য কার্যকর পরিষেবা প্রদান এবং সেবা প্রদান পদ্ধতিকে ২০২৬ সালের মধ্যে ডিজিটালাইজ করা হবে। ২০২৬ সালের মধ্যে সরকারি শিশু পরিবার (বালিকা),রূপগঞ্জ, নারায়ণগঞ্জ -এর কার্যক্রমের প্রভাব মূল্যায়নের মাধ্যমে সেবা মান উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।
২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ
- শূন্য আসন পূরণ করা হবে;
- উচ্চতর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি করা হবে।
- শিশুদের মেধাবৃত্তি বিতরণ করা হবে।
- শিক্ষার মান উন্নয়ন করা হবে।
- সাংস্কতিক কর্মমান্ডের পরিধি বাড়ানো হবে।
- পুর্নবাসনের সংখ্যা বৃদ্দি করা হবে।
- প্রতিষ্ঠানে সৌন্দর্যবর্ধন কাযক্রম বৃদ্ধি করা হবে।
- ফলজ ও সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপন করা হবে।
- ম্যানেজিং কমিটিরি সভা বৃদ্দির উদ্দ্যেগ গ্রহণ;
- নিয়মিত অভিভাবক সম্মেলন করা হবে;
- শিশুদের হোম ভিজিটের তথ্য সংরক্ষণ করা হবে;
- শিশুদের বিকাশ নিশ্চিতকরণে কাউন্সেলিং সেবা প্রদান করা হবে এবং এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হবে;
- শিশুদের শিশু অধিকার বিষয়ে সচেতন করা হবে;
- গভীর নলকূপ স্থাপন করা হবে।
- প্রতিষ্ঠানের নিচু জায়গায় বালু ভরাট করা হবে।
- অধিক পরিমান নিবাসীর ট্রেনিং এর ব্যবস্থা করা।